.

ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সোতোকান ক্যারাটের(আইএএসকে) ব্যবস্থাপনায় থার্ড ট্র্যাডিশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের দুই দিন ব্যাপী চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুর্গাপুরের শোভাপুরে। ১২ ও ১৩ জানুয়ারি দুর্গাপুরের শোভাপুরে মিলনীতে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের প্রায় ২৫০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা ক্যারাটের কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল, দুর্গাপুর পুরসভার চিফ হুইপ স্বরূপ মুখার্জি, স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি, আইএএসকে প্রধান সোমেন চট্টোপাধ্যায়, কাউন্সিলর রাজীব ঘোষ সহ বিশিষ্টজনেরা।


Like Us On Facebook