বাড়ির বাইরে বের হলে নাক-মুখ ঢাকার পরামর্শ আগেই দিয়েছিল কেন্দ্র সরকার। করোনা সংক্রমণ এড়াতে এবার পশ্চিমবঙ্গ সরকারও বাড়ির বাইরে বের হলে নাক-মুখ ঢাকা বাধ্যতামূলক করল। রবিবার রাজ্য প্রশাসন নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেয়।

রবিবার জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলা গৃহবন্দি মানুষদের জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে মুখ-নাক মাস্ক অথবা রুমাল, গামছা, দোপাট্টা বা কাপড় দিয়ে অতি অবশ্যই ঢাকতে হবে। এতে করোনা সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা না বলা হলেও বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই মাস্ক ছাড়া বাড়ির বাইর বের হলে জরিমানার কথা ঘোষণা করেছে।

Like Us On Facebook