পুজোর মরসুমে অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার আবেদন নিয়ে সোমবার সারাদিন দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে ধর্নায় বসলেন পশ্চিম বর্ধমান জেলার মঞ্চ শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ‘মুক্ত মঞ্চ’র সদস্যরা। দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থানে বসেন মঞ্চ শিল্পীরা।
মুক্ত মঞ্চের শিল্পী ও কলাকুশলীরা বলেন, ‘করোনা আবহে লকডাউনের শুরু থেকে সংক্রমণ ঠেকাতে সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। দীর্ঘ নয় মাস ধরে শিল্পীরা ও কলাকুশলীরা কর্মচ্যুত। কেবলমাত্র শিল্পী বা কলাকুশলীরাই নয়, এর সঙ্গে জড়িত সকলেই চরম আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ সংসার চালাতে গান-বাজনা বন্ধ করে বাদ্যযন্ত্র বিক্রি করে দিয়ে শাক-সবজি বা মাছ বিক্রি করছেন।’ কেউ কেউ চরম দুর্ভোগে পড়ে মারাও গেছেন বলে জানান মুক্ত মঞ্চের সদস্যরা। তাঁরা আরও বলেন, ‘আমরা মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে পুজোয় স্বাস্থ্যবিধি মেনে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হোক। না হলে আমরা চরম আর্থিক অনটনে পড়ব।’ জানা গেছে, সোমবার অবস্থান চলাকালীন মহাকুমাশাসক অনির্বাণ কোলের কাছে একটি স্মারকলিপিও জমা দেন মঞ্চ শিল্পীরা।