দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত তামলা এলাকার আদিবাসী পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রায় তিরিশ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দুর্গাপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মানি সোরেন বলেন, ‘স্থানীয় একটি পুকুর থেকে সম্ভবত ডায়রিয়া ছড়াচ্ছে। কারণ পুকুরে মাছ চাষের জন্য মাংসের দোকান থেকে আনা মুরগির মাংসের ছাঁট পুকুরে দেওয়া হয়। সম্ভবত সেখান থেকেই বিপত্তি শুরু হয়েছে।’ মানি সোরেনের দাবি, খবর পেয়ে দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে আপদকালীন ভিত্তিতে এলাকায় মেডিকেল টিম গিয়ে পরিদর্শন করেছেন। এলাকার ওই পুকুর সহ এলাকায় ব্লিচিং পাউডারও ছড়ানো হয়েছে। অসুস্থদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা ওআরএস প‍্যাকেট তুলে দিচ্ছেন। আর বেশি অসুস্থদের হাসপাতালে নিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। মঙ্গলবার থেকে এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে স্থানীয় মানুষের দাবি। কাউন্সিলর আপদকালীন ব‍্যবস্থা নেওয়ার কথা বললেও স্থানীয় মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না বলে অভিযাগে তোলেন অসুস্থদের পরিজনেরা। স্থানীয় মানুষের একাংশের দাবি পুকুর থেকে নয় নলবাহিত পানীয় জল থেকেই ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষজনের ব্যবহৃত জল পরীক্ষা করে ডায়রিয়া ছড়ানোর উৎস খোঁজার চেষ্টা হচ্ছে।




Like Us On Facebook