রহস্যজনকভাবে শ্রমিক মৃত্যুর পরেও স্থানীয় থানার পুলিশ নাকি এফআইআর নিচ্ছে না অপরদিকে কারখানা কর্তৃপক্ষ কথা বলছে না শ্রমিকদের পরিবারের সঙ্গে – এমনই অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শুক্রবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় মৃত শ্রমিকের পরিবার। মৃত শ্রমিকের পাশে দাঁড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। শ্রমিক মৃত্যুর কারণ ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত মৃতদেহের ময়নাতদন্ত করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছে মৃত শ্রমিকের পরিবার।
গত মঙ্গলবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নামো সগড়ভাঙার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় রঘুনাথ সিংয়ের (৪৭) মৃত্যু হয়। দু’দিন কেটে গেলেও কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে জানায় নি বলে অভিযোগ। দুর্গাপুর ইএসআই হাসপাতাল থেকে ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে রঘুনাথ সিংয়ের উত্তরপ্রদেশের বালিয়ার বাড়িতে খবর দেওয়া হয়। এরপর উত্তরপ্রদেশের কৃষি মন্ত্রী রাধামোহন সিংয়ের সাহায্য নিয়ে বাংলায় আসে মৃত শ্রমিকের পরিবার।
রঘুনাথ সিংয়ের দাদা রাজেন্দ্র কুমার সিংয়ের অভিযোগ, দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ অভিযোগ নিচ্ছে না। সহযোগিতা করছে না কারখানা কর্তৃপক্ষ। উল্টে মৃতদেহ লোপাট করার চেষ্টা করছিল তারা, বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে বসে পড়েন রঘুনাথ সিংয়ের পরিবার পরিজনেরা। যতক্ষণ না কর্তৃপক্ষ আর পুলিশ মৃত শ্রমিকের রহস্যময় মৃত্যুর কারণ না জানাচ্ছে ও ক্ষতিপূরণ না দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন জারি রাখবে বলে সাফ জানিয়ে দেয়, প্রয়োজনে মৃতদেহ ময়না তদন্ত না করিয়ে সেই দেহ কারখানার গেটের সামনে রেখে বিক্ষোভ করা হবে বলে জানান তাঁরা।
উত্তরপ্রদেশের বালিয়া পঞ্চায়েতের প্রধান ভগবান সিং জানান, উত্তরপ্রদেশের কৃষি মন্ত্রীর হস্তক্ষেপে আমরা দুর্গাপুরে এসেছি প্রয়োজনে আবারও জানানো হবে বলে জানান এই পঞ্চায়েত প্রধান। এদিকে, মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে কারখানার গেটের সামনে বসে পড়েন বিজেপি জেলা নেতৃত্ব। দাবি জানান শ্রমিকের মৃত্যুর কারণ জানানোর।