.

দুর্গাপুরের বিধাননগরে দুর্গাপুর টেনিস ক্লাবে রবিবার রাজ্য স্পিড রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল রানিগঞ্জ, কুলটি, বার্নপুর, দুর্গাপুর থেকে দশটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্ধোধন করেন সংস্থার সভাপতি অশোক চান্দিক। প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন হলে রবিবার সফল প্রতিযোগীদের হাতে আয়োজক সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Like Us On Facebook