দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুজো উপলক্ষে রোগীদের উৎসব মূখর করে তুলতে পুজোর তিনদিন অষ্টমী থেকে দশমী স্পেশাল মেনুর ব্যবস্থা করেছে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার দেবব্রত দাস অষ্টমীতে খিচুড়ি, মিক্সড ভেজিটেবল, চাটনি, বেগুনি, বন্দে, নবমীর দিন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ভেজ চপ ও দশমীতে স্পেশাল মিষ্টি দেবার ব্যাবস্থা করেছেন। অষ্টমী ও নবমীতে স্পেশাল মেনু পেয়ে রোগীরা খুশির কথা জানান।
Like Us On Facebook