বয়স্ক ও ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে ডেঙ্গু, ম‍্যালেরিয়া সহ যে কোন জটিল রোগ নির্ণয় করতে রক্ত পরীক্ষার উপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল দুর্গাপুরের এমএএমসি বি১ মোড় সংলগ্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত অত‍্যাধুনিক প‍্যাথলজিক‍্যাল ল্যাব ‘শুভেচ্ছা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ কর্তৃপক্ষ। ডেঙ্গু, ম‍্যালেরিয়া সহ যে কোন রোগ নির্ণায়ক রক্ত পরীক্ষার উপর সকলের জন্য ১৫% ছাড় সহ প্রয়োজনীয় ওষুধপত্রেও বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল শুভেচ্ছা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। বয়স্কদের বিশেষ সুবিধা দিতে সমস্ত রক্ত পরীক্ষার উপর আরও ৫% অধিক অর্থাৎ ২০% ছাড় দিচ্ছে এই অত‍্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি। সঙ্গে থাকছে প্রয়োজনীয় পথ‍্যের কেনাকাটার উপর বিশেষ ছাড়ের সুবিধা। রোগীদের সুবিধার্থে ওষুধের ফ্রি হোম ডেলিভারির সুবিধাও থাকছে।

জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট সময় অন্তর হেল্থ চেকআপের ব্যবস্থাও করেছে শুভেচ্ছা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। সংস্থা সূত্রে আরও জানা গেছে, আগামী ১৪ নভেম্বর ওয়ার্ল্ড ডায়বেটিস ডে উপলক্ষে মধুমেহ রোগীদের সুস্থ থাকার দিশা দিতে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ করে দিচ্ছে শুভেচ্ছা।

বেনাচিতি-ভিড়িঙ্গী এলাকার মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ‍্যেই শুভেচ্ছা ডায়াগনস্টিক সেন্টারের একটি কালেকশন সেন্টার খোলা হয়েছে বেনাচিতির গুরুদোয়ারা দুর্গা মন্দির রোডে। শুভেচ্ছা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত সুবিধা উপলব্ধ করতে স্বল্প মূল্যে বার্ষিক মেম্বারশিপ হেল্থ কার্ডও ইস‍্যু শুরু করেছে শুভেচ্ছা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলে জানা গেছে।

শুভেচ্ছা কর্তৃপক্ষের দাবি সর্বক্ষণের বিশেষজ্ঞ প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টদের উপস্থিতিতেই বিভিন্ন পরীক্ষার রিপোর্ট তৈরি করা হয় সংস্থার অত্যাধুনিক ল্যাবে। সংস্থার কর্ণধাররা বর্ধমান ডট কমকে বলেন, ‘ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে আমরা সব সময় চেষ্টা করব।’

Like Us On Facebook