আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের মোকাবিলায় গ্রামের মানুষ ট্রিটমেন্ট দেবার জন্য প্রস্তুত রয়েছে। পঞ্চায়েত ভোটে তৃণমূলের খুব সুবিধা হবে না। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে বৃহস্পতিবার বাঁশকোপায় বাঁশকোপা ইন-এ রাঢ়বঙ্গ সম্মেলনে দক্ষিণ বঙ্গের বিজেপি কর্মীদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন রাজ‍্যে ক্ষমতার পরিবর্তন না করলে বাংলায় শিল্প হওয়া সম্ভব নয়। শিল্পপতিরা কেন টাকাপয়সা বিনিয়োগ করবেন। রাজ‍্যে শিল্পের পরিবেশ নেই। সিঙ্গুর প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন যেভাবে টাটাদের তাড়ানো হয়েছে এর পর কোন শিল্প বাংলায় হওয়া সম্ভব নয়। যে কারখানার মালিকদের আগুনে পুড়িয়ে মারা হয় সেখানে শিল্পপতিরা কেন বিনিয়োগ করবেন? রাজ‍্যে পরিবর্তন হলেই বিনিয়োগ আসবে শিল্পে দাবি করেন বিজেপির রাজ‍্য সভাপতি। দিলীপ ঘোষের অভিযোগ দার্জিলিংয়ে বিমল গুরুংকে মারার একদিকে চেষ্টা করা হচ্ছে অপরদিকে একই দোষে দুষ্টকে জিটিএর চেয়ারম্যান করা হচ্ছে। দিলীপবাবু বলেন, আসলে দার্জিলিং এর শান্তি চাননা দিদি। পিছনের দরজা দিয়ে দার্জিলিং দখল করতে চান দিদি বলে অভিযোগ বিজেপির রাজ‍্য সভাপতির।

বৃহস্পতিবার দুর্গাপুরের বাঁশকোপায় বাঁশকোপা ইন-এ দক্ষিণ বঙ্গের বিজেপি কর্মীদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে দলীয় কৌশল ঠিক করতে এক রুদ্ধদ্বার বৈঠকে করেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। সুত্র মারফৎ জানা গেছে, জেলা নেতৃত্ব পরিবর্তন সহ দলীয় কৌশল নিয়ে এদিন রুদ্ধদ্বার বৈঠক হয়। শুক্রবার জেলা নেতৃত্বের নাম ঘোষণা করতে পারে বিজেপির শীর্ষ কর্তারা। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ বলেন ডেঙ্গু প্রতিরোধে রাজ‍্য সম্পূর্ণ ব‍্যর্থ। ব‍্যর্থতা ঢাকতে অজানা জ্বরের অ‍্যাখা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির রাজ‍্য সভাপতির। বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের আগমনকে কেন্দ্র করে বাঁশকোপায় প্রচুর বিজেপি কর্মীরা সমবেত হয়।

Like Us On Facebook