সিটি সেন্টারের জাংশন মলে স্বর্ণবিপনী সেনকো গোল্ড-এর নতুন শোরুমের উদ্ধোধন করলেন সৌরভ গাঙ্গুলি। এরপর বেনাচিতিতে সেনকো গোল্ডের আর একটি শোরুমের উদ্ধোধন করেন সৌরভ।
দাদা আসছেন শহরে এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার সাত সকাল থেকেই দাদার ভক্তদের ভিড় উপচে পড়ে জাংশন মল ও বেনাচিতির সেনকো গোল্ড শোরুমের সামনে। জাংশন মল ও বেনাচিতি নাচন রোড এলাকায় সৌরভের আগমন নিয়ে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়। ভিড় সামলে সৌরভকে শোরুমে পৌঁছাতে হিমশিম খেতে হয় পুলিশকে। শোরুমের ভিতর কেবলমাত্র সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সেনকো গোল্ড কর্তৃপক্ষের আমন্ত্রিত অতিথিরা ছাড়া কারও প্রবেশ নিষেধ ছিল। এদিন সেনকো গোল্ড শোরুমের উদ্ধোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সৌরভ জোর দিয়ে বলেন, ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট একটু অন্য ধরণের খেলা হবে। ১০ টি টিম একে অপরের বিরুদ্ধে খেলবে। বিশ্ব ক্রিকেটে ভারত এখন অন্যতম সেরা দল।