খুব শীঘ্রই নতুন একটি সুপার স্পেশালিটি হাসপাতাল পেতে চলেছে দুর্গাপুর। ২নং জাতীয় সড়কের ধারে গান্ধীমোড়ে বেসরকারি উদ্যোগে এই সুপার স্পেশালিটি হাসপাতালটি দ্রুত গতিতে তৈরি হচ্ছে। খুব শীঘ্রই হাসপাতালটির উদ্বোধন হওয়ার কথা। জানা গেছে ‘হেল্থ ওর্য়াল্ড’ নামের এই হাসপাতালটি ‘পরশমণি মেডিক্যাল ইউনিট’ নামের একটি সংস্থা তৈরি করছে। সমস্ত ধরণের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সুবিধা থাকবে এই হাসপাতালে। বিশেষ করে এই হাসপাতালটি অন্যতম ‘হার্ট সেন্টার’ হিসাবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। জাতীয় সড়কের ধারে হওয়ায় দুর্ঘটনাগ্রস্ত মুমূর্ষ রোগীরা খুব সহজেই স্বল্প খরচে এই হাসপাতালে ট্রমা সেন্টারের সমস্ত সুযোগসুবিধা পাবেন। পাশাপাশি হৃদ রোগীদেরও স্বল্প খরচে অত্যাধুনিক সুচিকিৎসা দিয়ে এই হাসপাতালটি ভবিষ্যতে সকলের আরোগ্যালয়ে পরিণত হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার খরচ সমস্ত স্তরের মানুষের নাগালের মধ্যেই থাকবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন হাসপাতালটি দুর্গাপুরের প্রাণকেন্দ্র গান্ধীমোড়ের জাংশন মলের পাশেই গড়ে উঠছে। এর ফলে রোগীরা খুব সহজেই পৌঁছাতে পারবেন হাসপাতালে।
Like Us On Facebook