দুর্গাপুর পুরসভায় খুব শীঘ্রই অনলাইনে হোল্ডিং ট্যাক্স নেওয়া শুরু হবে। অনলাইনে হোল্ডিং ট্যাক্স নেওয়ার প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন। কেবলমাত্র শুরুর অপেক্ষা। মঙ্গলবার দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি পুরসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। মেয়র বলেন, ‘পুরসভায় এসে লাইনে দাঁড়িয়ে হোল্ডিং ট্যাক্স দেওয়ার অসুবিধা দূর করতে অনলাইনে হোল্ডিং ট্যাক্স নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। অনলাইনে হোল্ডিং ট্যাক্স নেওয়ার প্রক্রিয়া চালু হলে দুর্গাপুর পুরসভার ৭০ হাজার ট্যাক্স হোল্ডার উপকৃত হবেন।’

মেয়র এদিন আরও বলেন‌, ‘২০ নং ওয়ার্ডের চাষীপাড়া, ২৮ নং ওয়ার্ডের নামো সগড়ভাঙা এবং ২৭ নং ওয়ার্ডে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। চার মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। বিভিন্ন রাস্তাতে প্রয়োজনীয় পথবাতির ব্যবস্থা করা হচ্ছে। দামোদর ক্যানেলে নতুন সেতুটি খুব শীঘ্রই চালু করা হবে।’ তাছাড়া মেয়র এদিন বলেন, ‘দামোদর সংস্কারের ফলে যে পাঁক পাওয়া যাবে সেই পাঁক ডিভিসির জমিতে ফেলে একটি সুসজ্জিত পার্ক তৈরি করা হবে।’

মঙ্গলবার মেয়রের এই সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর পুরসভার সমস্ত মেয়র পারিষদ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তবে মেয়র দিলীপ অগস্তি এদিন আক্ষেপ করে বলেন, ‘দুর্গাপুরের ব্যবসায়ীদের একটা অংশ পুরসভা বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও ট্রেড লাইসেন্স করছেন না। অথচ পরিকল্পনা করে দুর্গাপুর পুরসভার নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন একদল ব্যবসায়ী।’

Like Us On Facebook