এক অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরের মানুষ। প্রায় ৭০ বছর বয়সের অসুস্থ বাবাকে বাইকে করে নিয়ে এসে রাস্তায় ফেলে ছেলে ও বৌমা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায়। অমানবিক এই ঘটনার জেরে এলাকায় নিন্দার ঝড় উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিস। পুলিশ অসহায় বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর নাম মুক্তি আকুঁড়ে। তাঁর বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়া এলাকায়৷ তিনি ইসিএলে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়দের। অসুস্থ ওই বৃদ্ধকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে জল ও খাবার দেন। এলাকাবাসী বৃদ্ধের ছেলে ও বৌমার শাস্তির দাবি জানিয়েছেন।
Like Us On Facebook