.
দুর্গাপুরে শুরু হল ভোট কর্মীদের প্রশিক্ষণ। আসন্ন বিধান সভা নির্বাচনের জন্য সোমবার সকালে এই প্রশিক্ষণ শুরু হয় দুর্গাপুরের এনআইটিতে। আর এই ভোট প্রশিক্ষণ নিতে এসে ভোট কর্মীদের একাংশ তাঁদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হলেন। এনআইটি গেটের সামনে ১০০ শতাংশ নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে ভোট কর্মীরা বিধানসভা নির্বাচনে প্রতি বুথে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী চাই বলে এনআইটির মূল গেটের বাইরে বিক্ষোভ দেখান সোমবার। তাঁদের দাবি, যেভাবে রাজনৈতিক দলগুলি খেলা হবে সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান ব্যবহার করছে তাতে তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন গণ্ডগোলের। তাই প্রতিটা বুথে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট কর্মীরা তাঁদের কাজ বয়কট করবেন বলেও জানিয়েছেন। ভোট কর্মী চিরঞ্জিত ধীবর বলেন, ‘বিগত দিনে স্কুল শিক্ষক এক ভোট কর্মীকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছিল সেই উদাহরণ সামনে রেখে আমরা একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা নির্বাচন করার দাবি রাখছি, না হলে আমরা ভোট বয়কট করবো।’