খুশির ঈদের দিন সাত সকালে ডিএসপির চিমনি থেকে নির্গত ঘোলাটে ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ শহরজুড়ে আতঙ্ক ছড়ায়। এর ফলে দুর্গাপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের অধীন মেনগেট সহ আজাদ নগরের বেশ কিছু এলাকার বাসিন্দা ও আজাদ নগরের মসজিদে নামাজ পড়ার সময় বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন বলে জানা গেছে।

আজাদ নগরের বাসিন্দা আলি হোসেন বলেন, শনিবার সকালে ঈদের নামাজ পড়তে গিয়ে ডিএসপি’র চিমনি থেকে নির্গত ধোঁয়ার ঝাঁঝালো গন্ধে গা বমিবমি ভাব শুরু হয়। সঙ্গে চোখ জ্বালা করতে থাকে। আমি নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পরে চিকিৎসা করে শরীর সুস্থ বোধ করলে ফের নামাজ সম্পূর্ণ করি। ‌একই অভিযোগ করেন এই ওয়ার্ডের আর এক বাসিন্দা তপন মন্ডল। তিনি বলেন, আমার আট বছরের ছেলে সকাল থেকে ধোঁয়ার ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েছে।আলি হোসেন বা তপন মন্ডলের মতো আরও বেশ কয়েকজন ‌এদিন ডিএসপি’র চিমনি থেকে নির্গত ধোঁয়ার ঝাঁঝালো গন্ধে যে অসুস্থ বোধ করেন সেই অভিযোগ করেন। ‌ডিএসপি সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কও ঘোলাটে রঙের ধোঁয়ার সঙ্গে ঝাঁঝালো গন্ধে ভরে যাওয়ার ফলে গাড়ি চালকরাও চোখ জ্বালা সহ অসুস্থ বোধ করতে থাকায় জাতীয় সড়কের চালকরা বেশ কিছুক্ষণ অসুবিধার সম্মুখীন হন। পরে দুপুরে অবস্থা স্বাভাবিক হয়।


Like Us On Facebook