সোমবার তৃণমূল কংগ্রেসের হকার্স ইউনিয়নের কর্মীরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করলেও মঙ্গলবার সকালে সিটি সেন্টারের বাসস্ট্যান্ড থেকে সরকারি জমি দখল করা অনেক ছোট ব্যবসায়ি এডিডিএ চেয়ারম্যানের অনড় মনোভাব দেখে স্বেচ্ছায় বেশকিছু গুমটি সরিয়ে নিয়ে আড্ডার সিদ্ধান্তকে শীলমোহর দিল। এদিকে দুর্গাপুর নগর নিগম ও আড্ডার এই উচ্ছেদ অভিযানের ঘটনায় একদিকে যেমন দখলদাররা আতঙ্কিত তেমনি দুর্গাপুরের অনেকেই সাধুবাদ জানান। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, ব্যবসা করতে হলে সরকারি জমি দখল করে নয়। সরকারি স্টল নিয়ে নিয়ম মেনে সিটি সেন্টারে ব্যবসা করতে হবে।
Like Us On Facebook