হঠাৎ বিপত্তি। জলমগ্ন হল দুর্গাপুর পুরসভার ৪১ ও ৪৩ নং ওয়ার্ডের কিছু বাড়ি। মহানন্দা পল্লী, সুকান্ত পল্লী, হো চি মিন পল্লীর বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়লেন স্থানীয় মানুষ। এলাকার মানুষজন বলেন, ‘আজ সোমবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৭৫০০ কিউসেক জল ছাড়া হয় বর্ধমান ক্যানেলে। মূলত সেচের জন্যই এই জল ছাড়া হয়। তাতেই ক্যানাল সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে।’ এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
বিশ্বনাথ পাড়িয়াল জানান, দামোদরের ছাড়া জল সোজা বর্ধমানের দিকে না গিয়ে রাজবাঁধ এলাকায় ক্যানেলে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে জলের স্রোত, সেই কারণেই জল ফিরে এসে প্লাবিত হয়েছে স্থানীয় এলাকা। তিনি বলেন, ‘সেচ দফতর জল ছাড়া বন্ধ করেছে, ইতিমধ্যেই ক্যানেলের জল কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তা দেখতে একটি টিম গেছে।’ স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান বলেন, ‘জলমগ্ন পরিবারগুলিকে সাময়িক ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।’ পরিস্থিতির উপর নজর রাখছে দুর্গাপুর মহকুমা প্রশাসনও।