বাজারের নষ্ট হয়ে যাওয়া সবজি-ফলমূল সহ নোংরা আবর্জনাগুলির প্রক্রিয়াকরণ করে কৃষিকাজের উপযোগী সার উৎপাদন করতে এবার দুর্গাপুরের প্রধান বাজার বেনাচিতি বাজারে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসাতে চলেছে দুর্গাপুর পৌরসভা।
জানা গেছে, প্রায় ত্রিশ লাখ টাকা খরচ হচ্ছে এই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি বসাতে। প্রাথমিক ভাবে প্রান্তিকার নিশান হাট ও জলখাবার গলি এই দুই জায়গার যেকোন এক জায়গায় এই প্ল্যান্ট বসানোর পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তব রূপ নেবে বলে দুর্গাপুর পৌরসভা সূত্রে জানা গেছে। দুর্গাপুর বণিকসভাও এই প্রজেক্টে দুর্গাপুর পৌরসভার পাশে দাঁড়িয়েছে। সোমবার দুর্গাপুর পৌরসভার ভিড়িঙ্গীর ২ নম্বর বরো অফিসে দুর্গাপুর পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের মেয়র পারিষদ রুমা পাড়িয়ালের নেতৃত্বে এক বৈঠকে এই বিষয়ে এক প্রস্থ আলোচনা হয়। বৈঠকে মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ছাড়াও ২ নম্বর বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ভোলা ভকৎ সহ অন্যান্য কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
==========