আগামী এক বছরের মধ্যে রাজ্য ১০০ থেকে ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সমর্থ হবে। রাজ্যে তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে সৌরবিদ্যুৎ সহ অন্যান্য বিকল্প শক্তির উৎপাদন নিয়ে সমান্তরালভাবে কাজ হচ্ছে। বুধবার দুর্গাপুরে এসে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা বলেন।
এদিন বিদ্যুৎমন্ত্রী দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে ২০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। আমরা এখন দূষণহীন বিকল্প শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। বিকল্প শক্তি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কর্মসূচি নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আমরা সরকারি বিভিন্ন ভবনের পাশাপাশি স্কুল ও কলেজ বিল্ডিংয়ে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করছি।
এদিন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পিডিসিএলের দুটি গেস্ট হাউসেরও উদ্ধোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিসিএলের চেয়ারম্যান শান্তনু বসু, সৌরবিদ্যুৎ প্রকল্পের এমডি উত্তম মুখার্জি, ডিপিএলের এমডি গৌতম বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ডিপিএলের সৌরবিদ্যুৎ প্রকল্পের এমডি উত্তম মুখার্জি বলেন, এই সৌরবিদ্যুৎ প্রকল্পের আয়ু ২৫ বছর। এই প্রকল্পে বাৎসরিক আয় হবে প্রায় ২৫ লক্ষ টাকা। ছ-সাত বছরে প্রকল্পের মূল বিনিয়োগ উঠে যাবে বলে দাবি সৌরবিদ্যুৎ প্রকল্পের এমডির।