অবৈধভাবে বাঁকা নদীর বাঁধের মাটি কেটে পাচার করার অভিযোগে শনিবার মেমারি থানার পুলিশ গ্রেফতার করল ৫ মাটি পাচারকারীকে। আটক করা হয়েছে ৬টি ট্র্যাক্টর সহ একটি মাটি কাটার কাজে ব্যবহৃত জেসিবি মেশিন।
বেশ কিছুদিন ধরেই মেমারি থানার পালসিট এলাকায় গোপনে কিছু মাটি মাফিয়া বাঁকা নদীর পাড় কেটে মাটি বিক্রি করে দিচ্ছিলেন বলে এলাকার মানুষ অভিযোগ করেন। এই ঘটনায় শনিবার মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে গ্রেফতার করে। উল্লেখ্য, সম্প্রতি লাগাতার বর্ষা এবং দামোদরে জল ছাড়ার ঘটনায় বাঁকা নদীর বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বর্ধমান শহর সংলগ্ন রায়নগর এলাকায় বাঁকা নদীর বাঁধে ফাটলও দেখা দেয়। ফাটল দেখা দেয় শক্তিগড় এলাকাতেও। খবর পেয়েই সেই সময় বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক তদ্বির তদারক করতে শুরু করেন। সেচ দফতরের কাছে এই সমস্ত দুর্বল জায়গায় বাঁকা নদীর পাড় বাঁধানোর জন্য তিনি উদ্যোগও নেন। এদিকে, এই পরিস্থিতিতে ফের বাঁকা নদীর পাড় কেটে বিক্রি করার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে রবিবার বর্ধমান আদালতে পেশ করে।