গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ বিদেশি সামগ্রী বাজেয়াপ্ত করল শুল্ক বিভাগ। পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজা থেকে কন্টেনার বোঝাই ওইসব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য কয়েক কোটি টাকারও বেশি বলে জানা গেছে। শুল্ক বিভাগ সূত্রে খবর, দিল্লি থেকে কলকাতায় পাচরের সময় ওই কন্টেনারটি আটক করা হয়। চালক ও খালাসিকেও আটক করা হয়েছে। কন্টেনারে প্রচুর পরিমাণে বিভিন্ন বিদেশি সামগ্রী রয়েছে। চিন, আমেরিকা, কোরিয়া সহ বিভিন্ন দেশের সামগ্রী রয়েছে। কিছু দেশি সামগ্রীও রয়েছে। পোশাক, মোটর পার্টস, ডাইস, বাইকারদের সামগ্রী, ব্যাটারি, সেক্স টয় সহ বিভিন্ন জিনিসপত্র মিলেছে কন্টেনার থেকে। যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি কন্টেনার চালক।

গোপন সূত্রে বর্ধমানের শুল্ক বিভাগ খবর পায় দিল্লি থেকে বিপুল পরিমাণ বিদেশি সামগ্রী কলকাতায় পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী মঙ্গলবার দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত নজরদারি শুরু করে শুল্ক বিভাগ। ভোরে ২ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজা এলাকায় ওই কন্টেনারটি দেখতে পান শুল্ক দফতরের কর্তারা। সেটি আটক করেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক ও খালাসিকেও আটক করা হয়।

Like Us On Facebook