পেল্লায় সাইজের মিষ্টির টানেই জমে ওঠে কালনার হাতিপোতা গ্রামের দেবদাস মেলা। এক একটি মিষ্টিতে পেট ভরে ১০-১২ জনের। এমনই বিশালাকার মিষ্টির দেখা মেলে কালনার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামের দেবদাস স্মৃতি মেলায়। গত ২২ বছর ধরে চলে আসছে মেলা। এখন যার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পেল্লায় সাইজের মিষ্টি। প্রায় ২ থেকে ৩ কেজি ওজনের এক একটি মিষ্টির দাম ১০০০ টাকা।

হাতিপোতা গ্রাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে রয়েছে এই গ্রামের উল্লেখ। এই গ্রামেই কেটেছিল দেবদাসের শেষ জীবন। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসকে ঘিরে এই গ্রামে ২২ বছর ধরে চলে আসছে মেলা। প্রেমে ব্যর্থ দেবদাস শেষ বয়সে এই গ্রামের বটতলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দেবদাসের নাম। প্রায় সাতশোটি পরিবারে হাজার দুয়েক মানুষ থাকেন এই গ্রামে। সেই গ্রামেই দেবদাসের স্মৃতি রক্ষার্থে মেলা করে আসছেন গ্রামবাসীরা। এবারে মেলার উদ্বোধন করেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ও অভিনেত্রী ইন্দ্রানী হালদার। আজ ছিল মেলার শেষদিন।

মেলা ঘুরে মানুষ একটাই জিনিস কেনেন সেটা হচ্ছে মিষ্টি। এই মেলার মূল আকর্ষণ হাজার টাকা দামের মিষ্টি। এই হাজার টাকার মিষ্টির পাশাপাশি বিভিন্ন দামের মিষ্টি রয়েছে মেলায়। এক-একটা মিষ্টির লম্বা ২৫ ইঞ্চি, ওজন প্রায় ২ থেকে ৩ কেজি। একটা বড় মিষ্টি কিনে পরিবারের সকলে মিলে ভাগ করে খাওয়াটাই এই মেলার আনন্দ। ২০০০ টাকা পর্যন্ত দামের মিষ্টি তৈরি করেন মিষ্টি বিক্রেতারা। এবার সেই মিষ্টি কোন মিষ্টি বিক্রেতাই তৈরি করেননি, করোনার কারণে।

Like Us On Facebook