দুর্গাপুর শিল্পাঞ্চলের অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে দুর্গাপুরে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সূচনা করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
শনিবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, অসংগঠিত শ্রমিকরা যাতে সামাজিক সুরক্ষা পায় সেই লক্ষ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্প এখানে শুরু করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, মেয়র পারিষদ রুমা পাড়িয়াল, মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Like Us On Facebook