বুধবারের সেই হুড়োহুড়ির দৃশ্য যেন বৃহস্পতিবার উধাও হয়ে গেল দুর্গাপুরের অনেক রেশন দোকানের সামনে থেকে। কোথাও রেশন দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে চেয়ার পাতা রয়েছে। গ্রাহকরা চেয়ারে বসে বসে লাইন দিচ্ছেন। আবার কোথাও দেখা গেল রেশন দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সাদা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। সেই গোল দাগের মধ্যে এক একজন গ্রাহক রেশনের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কোন হুড়োহুড়ি নেই। এই চিত্র দেখা গেল দুর্গাপুরের পুরসভার ৪ নং বরো এলাকায় এবং পানাগড় রেল কলোনিতে।
জানা গেছে, দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নেন তাঁর বরো এলাকায়। অপরদিকে, বৃহস্পতিবার তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার জেলা সহ-সভাপতি সমীর বিশ্বাস কাঁকসার বিভিন্ন এলাকার রেশন দোকান পরিদর্শন করেন। তাঁর নির্দেশে গ্রাহকরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান এবং সুষ্ঠভাবে রেশন নিতে পারেন তার উদ্যোগ নেন রেশন দোকানদাররা। এই দুঃসময়ে কালোবাজারি রুখতে সমীরবাবু বৃহস্পতিবার কাঁকসা এলাকায় বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করেন এদিন। তাছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তৎপরতা শুরু করতেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বুধবারের সেই হুড়োহুড়ির দৃশ্য সেভাবে দেখা গেল না। সামাজিক দূরত্ব বজায় রেখেই রেশন নিলেন গ্রাহক।