এক বৃদ্ধার পেনশনের টাকা ছিনতাই করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল দুই ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুরের স্টেশন সংলগ্ন সেন মার্কেটের সামনে। ক্ষিপ্ত জনতা দুই ছিনতাইবাজকে মারধর করে অবশেষে পুলিশের হাতে তুলে দিল। দুই ছিনতাইবাজ ধরা পড়ে আপাতত শ্রীঘরে।
জানা গেছে, কাঁকসার বিহারপুরের বাসিন্দা সুরজিৎ আঁকুড়ে তাঁর ঠাকুমা নন্দরানী আঁকুড়েকে নিয়ে সেন মার্কেটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঠাকুমার পেনশনের ৯ হাজার ৬০০ টাকা তোলেন। এরপর ব্যাঙ্ক থেকে বেরিয়ে বাজারের দোকানে আলু কিনতে গেলে দুই ছিনতাইবাজ সুরজিৎ বাবুর ঘাড়ে পিঁপড়ে আছে বলে ভুল বুঝিয়ে গেঞ্জি খুলতে বলে। টাকার ব্যাগ রেখে গেঞ্জি খুলতে গেলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইবাজ। ভরা বাজারে এই ঘটনা চাউর হতেই ব্যবসায়ী ও পথচলতি মানুষ ছিনতাই বাজদের সেন মার্কেটের ভিতর থেকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আসে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় মানুষজন ছিনতাইবাজদের পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।