মহকুমা হাসপাতালে এবার করোনা আক্রান্ত হলেন হাসপাতালের একজন নার্স সুপারিনটেন্ডেন্ট সহ ৪ জন নার্স ও এক অ্যাম্বুলেন্স চালক, মোট ছয়জনের কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। ৬ জন স্বাস্থ্য কর্মী একসঙ্গে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে।

জানা গেছে, মহকুমা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবরে বেশীরভাগ রোগীকে এদিন ছুটি দেওয়া হয়েছে। ওই ওয়ার্ডের বাকি রোগীদের মেল ও ফিমেল সার্জিক্যালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। ৬ জনস্বাস্থ্য কর্মীর সংস্পর্শে আসা ৯০ জন স্বাস্থ্য কর্মী ও রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতির উত্তর পল্লীর এক ব্যবসায়ীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। তাঁকে সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই ব্যবসায়ীর সংস্পর্শে আসা ৯ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। আরও যেসব মানুষ ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ খবর নেওয়া চলছে বলে জানা গেছে।

Like Us On Facebook