দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে রথকে কেন্দ্র করে মেলা এখন জমজমাট। প্রতি বছরের মতো এবারও প্রচুর দোকান বসেছে। স্থানীয় থেকে বহিরাগত প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই রথের মেলায়। ভিড়ের সুযোগ নিয়ে একদল চোর তাদের হাত সাফাই এর কাজও করে যাচ্ছে সমানে।
মেলায় যথেষ্ট সংখ্যক পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকলেও মেলায় মানুষজনের অসতর্কতার সুযোগ নিয়ে মোবাইল টাকার ব্যাগ হাতসাফাই করছে কিছু দুষ্কৃতী। রবিবার এই রকম ছয়জন মহিলাকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। এদের কাছ থেকে সাতটি মোবাইল ও নগদ দশ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে। কেউ কোলে বাচ্চা নিয়ে তো কেউ সাদামাটা ভাবে ভিড়ের মধ্যে মিশে সহজেই হাত সাফাই করে নিচ্ছে বলে পুলিশের দাবি। সোমবার দুর্গাপুর কোর্টে ধৃতদের পুলিশ হাজির করলে আদালত ধৃতদের চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বলে জানা গেছে।
Like Us On Facebook