প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত কুর্তা ও মিষ্টি পাঠান – নরেন্দ্র মোদী একথা নিজেই এক টিভি সাক্ষাৎকারে বলেছেন। বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে এক জনসভায় উপস্থিত সাংবাদিকদের একথা বলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
সীতারাম ইয়েচুরি কটাক্ষ করে বলেন, ‘তাহলে কেন চুপি চুপি এসব শুভেচ্ছা বিনিময়?’ সীতারাম ইয়েচুরি বলেন, ‘আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপি হল টাকার এপিঠ আর ওপিঠ। মানুষের উচিত এই দুই দলকেই ভোট না দেওয়া। আমরা চাই কেন্দ্রে এক ধর্মনিরপক্ষ সরকার গঠন হোক। সিপিএম সেই ধর্ম নিরপেক্ষ সরকারকে সমর্থন করবে। তবে এসবই সিপিএমের কেন্দ্রীয় কমিটি পরবর্তী সময় ঠিক করবে’। বাংলায় বামফ্রন্ট কটা আসন পেতে পারে সে প্রশ্নে সময়ের উপর ছেড়ে দিলেও সীতারাম ইয়েচুরি কংগ্রেসকে নিয়ে নরম মনভাবই এদিন পোষণ করেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?