.
দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রবিবার দুপুরে দুর্গাপুর পুরসভার ডা. বিসি রায় মেমোরিয়াল হলে ‘জল সচেতনতা’কে বিষয় করে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে, ১৭০ জন স্কুল পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। ৫-১০ বছর ও ১১-১৬ বছর দুটি বিভাগে পড়ুয়ারা জল সচেতনতা নিয়ে নিজেদের ভাবনাকে রঙ-তুলির বাস্তব চিত্র পটে তুলে ধরে। এদিন সফল প্রতিযোগীদের হাতে দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
Like Us On Facebook