প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জনসংযোগ দপ্তরের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুরের বিভিন্ন স্কুলের প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় আংশ নেয়।

রবিবার স্টিল টাউনশিপের দুর্গাপুর স্টিল টেলিভিশন ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কল্পনাকে বাস্তবে রূপ দিতে কচিকাঁচারা রংপেন্সিল ধরে আপনমনে আঁকিবুকি করে সাদা কাগজে। কচিকাঁচাদের আঁকিবুকি দেখতে ভিড় জমান অভিভাবকরাও।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন,”প্রতিবছরই আমরা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করি। এবছর প্রায় ১০০০ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। এটা আমাদের একটা বড় সাফল্য।”

dsp-sit-draw2