শরীরে বাঁসা বেঁধেছে করোনা ভাইরাস। চিকিৎসা চলছে হাসপাতালে। ওষুধের সঙ্গে সঙ্গে গান গেয়ে নিজেকে চাঙা রাখার পাশাপাশি করোনা ওয়ার্ডের অন্যান্য রোগীদেরও করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে মানসিকভাবে শক্তিশালী করে তুলছেন করোনা আক্রান্ত রোগী অমল কুমার মন্ডল। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান ‘পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন খানে গেলে মাগো, সান্ত্বনা পায় প্রাণ’ – গান ছাড়াও তিনি নিয়মিত অন্যান্য গান গেয়ে ওয়ার্ডের রোগীদের চাঙা রাখার চেষ্টা করছেন।

দুর্গাপুরের রাজবাঁধে জাতীয় সড়কের পাশে গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগী অমল কুমার মন্ডল নিজেকে এবং ওয়ার্ডের অন্যান্য রোগীদের নানান গান শুনিয়ে আনন্দে রাখার চেষ্টা করছেন। অমলবাবু বীরভূমের বাসিন্দা। হাসপাতালে ভর্তির সময় তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। গৌরীদেবী হাসপাতালের চিকিৎসক, নার্সদের প্রচেষ্টায় এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। এখন আর শ্বাস নিতে তেমন কষ্ট হয় না অমলবাবুর। বেডে বসে নিয়মিত গান গেয়ে করোনা ওয়ার্ডের অন্যান্য রোগীদের মনকে চাঙা করছেন তিনি। সেই সঙ্গে করোনা আক্রান্ত ওয়ার্ডের চিকিৎসক সহ অন্যান্য নার্স ও সেবাকর্মীদেরও মনে আনন্দ দিচ্ছেন অমলবাবু। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

Like Us On Facebook