শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী উভয় ক্ষেত্রেই শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রাপ্য বিষয়ে শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে সম্যক ধারণা গড়ে তুলতে দুর্গাপুরের এমএএমসির বি-টু মাঠে দুই দিন ব্যাপী এক শ্রমিক মেলার আয়োজন করেছে রাজ্য সরকারের শ্রম দফতর।
শনিবার সেই শ্রমিক মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। মেলায় ৩০টির মতো স্টল দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন করে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘রাজ্য সরকার রাজ্যের শ্রমিকদের স্বার্থে প্রভূত উন্নতি ঘটিয়েছে। বিগত বাম আমলে শ্রমিকস্বার্থ সেইভাবে দেখা হতো না।’ মলয়বাবু বক্তব্য রাখতে গিয়ে এদিন রাজ্য সরকারের উদ্যোগে শ্রমিক স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন শ্রমিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে দুর্গাপুর পুরসভার অনেক কাউন্সিলর সহ মেয়র পারিষদরাও উপস্থিত ছিলেন।