২৬ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা ভোট। তাই সব রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। মঙ্গলবার বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী শ্রাবন্তী। কাঁকসার আকন্দরা এলাকা জুড়ে হুড খোলা গাড়িতে চেপে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর সর্মথনে নির্বাচনী প্রচারে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী রোড় শো করেন। এদিনের রোড শো আকন্দরা আদিবাসী পাড়া থেকে শুরু হয় গোটা গ্রাম পরিক্রমা করার পর আকন্দরা বাস স্ট্যান্ড এলাকায় শেষ হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন রোড শোয়ে বহু বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। ২০২১ নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন শ্রাবন্তী চ্যাটার্জী। এদিন শ্রাবন্তীর রোড শোকে ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
মঙ্গলবার দুর্গাপুরের চন্ডী দাস মার্কেটে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী আভাষ রায় চৌধুরীর সমর্থনে সিপিএমের বরিষ্ঠ নেতা মহম্মদ সেলিম এবং এসএফআই-এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী বক্তব্য রাখেন।
মঙ্গলবার পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন চক্রবর্তী স্থানীয় খেটে খাওয়া মানুষের মন জয় করতে গরুর গাড়ি নিয়ে প্রচারে বের হন। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন চক্রবর্তী মঙ্গলবার সকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচার সারলেন।