করোনার জেরে লকডাউনের কারণে দু’মাস বন্ধ রয়েছে পানাগড়ের দয়া সিং মার্কেট। এই মার্কেটে বহু মানুষ দিন মজুরের কাজ করেন। এছাড়াও মার্কেট সংলগ্ন এলাকায় অনেক শ্রমিক পরিবার আছে যাদের দিন মজুরী করেই সংসার চলে। লকডাউনের জেরে অসুবিধার মধ্যে থাকা সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ালেন পানাগড় বাজারের দয়া সিং মার্কেটের ব্যাবসায়ীরা।
শনিবার এই বাজারের ব্যবসায়ীরা বাজার সংলগ্ন দীনমজুর পরিবারগুলির হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে দয়া সিং মার্কেটের মধ্যে বিনামূল্যের বাজারের আয়োজন করেন।সেখানে স্থানীয় মানুষ চাল, ডাল, আটা, মুড়ি, তেল, নুন, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস নিজেদের পছন্দমতো সংগ্রহ করেন। বাজারের ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মানুষ। দয়া সিং মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার তাঁরা ৭০ জন স্থানীয় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরেছেন। আগামী দিনে আরও বিপন্ন মানুষজনের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।