পরিযায়ী শ্রমিকদের নিয়ে পরপর ট্রেন ঢুকছে বর্ধমান স্টেশনে। ট্রেনে আসা বহু সংখ্যক পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে নিজ নিজ গন্তব্যে পাঠাতে আনেক সময় কিছুটা দেরীও হচ্ছে। দীর্ঘ সময় ট্রেন যাত্রা করে আবার স্টেশনে নেমে দেরির কারণে মাঝে মধ্যেই পরিযায়ী শ্রমিকরা অশান্ত হয়ে উঠছেন। শুক্রবার সকালে এভাবেই পরিযায়ী শ্রমিকরা অশান্ত হয়ে ওঠার ঘটনার পর যাতে কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে তারজন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশন পরিদর্শনে যান জেলাশাসক বিজয় ভারতী এবং জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা প্রশাসনের একটি বড় টিম। একইসঙ্গে রেল পুলিশের আধিকারিকরাও এদিন গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। এদিন জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, প্রতিদিনই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকছে বর্ধমানে। শুধু বর্ধমান জেলাই নয়, অন্য জেলার শ্রমিকরাও এখানে নেমে পড়ছেন। ফলে তাঁদের পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে অনেক সময়ই একটু সময় লেগে যাচ্ছে। কোন ট্রেন কখন ঢুকছে, কোন এলাকার পরিযায়ী শ্রমিকরা আসছেন – এব্যাপারে মাঝে মাঝেই সমন্বয়ের অভাব ঘটছে। এদিন এব‌্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা বর্ধমান স্টেশনে নামার পর তাঁদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আরও বড় করে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে। তাঁদের থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

এদিন পুলিশ সুপার জানিয়েছেন, সারাদিন ও রাতে ৩ সিফটে পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী বর্ধমান স্টেশনে ডিউটি করছেন। কোন এলাকার শ্রমিকরা কোন চ্যানেল ধরে স্টেশন দিয়ে বের হবেন তা প্রতিনিয়ত মাইকে জানানো হচ্ছে। একইসঙ্গে স্বাস্থ্য দফতরও আরও বেশি স্ক্রিনিং টেবিল বাড়িয়েছেন। যাতে দ্রুত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের পাঠিয়ে দেওয়া যায়।

Like Us On Facebook