দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত ফরিদপুর গ্রামের ধীবর পাড়ায় একটি মুদিখানার দোকান বুধবার মধ্যরাতে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। দোকানের মালিক পাশেই বাড়িতে থাকেন।
তিনি বলেন, মধ্য রাতে আগুনের আঁচ পেয়ে দোকানে আগুন লাগার বিষয় বুঝতে পারি। স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নেভানো হয়। দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ হাজার টাকা বলে দাবি দোকানের মালিকের। দোকানের মালিক দীলিপ ধীবর কি ভাবে তার দোকানে আগুন লাগল সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। দীলিপবাবুর একমাত্র উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়া মাথায় বাজ পড়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook