আগুনে ভস্মীভূত হল একটি গুমটি, এই ঘটনায় জড়িত অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ সহ স্থানীয় তৃণমূল কর্মীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গোগলা পঞ্চায়েতের নতুন ডাঙা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায়। পরে পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নতুন ডাঙা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় একটি নতুন গুমটি করেন আনন্দ মুখার্জী নামে এলাকার এক ব্যক্তি। আজ থেকে গুমটিটি চালু করার কথা ছিল। সেই জন্য ওই ব্যক্তি গুমটিতে বেশ কয়েক হাজার টাকার সামগ্রী রেখেছিলেন। সকালে গুমটি খুলতে গিয়ে দেখেন গুমটিতে রাখা সামগ্রীসহ গুমটিটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ভোর রাতে কেউ বা কারা গুমটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ তাঁর। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবিতে তৃণমূলের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ। ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Like Us On Facebook