স্টিল টাউনশিপ আকবর রোডে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হল। গুলিবিদ্ধ যুবকের নাম রাহুল কুমার সিং। আকবর রোডের ১৯ নং স্ট্রিটের বাসিন্দা। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শনিবার রাতে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী রাহুলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় আর এক তৃণমূল কংগ্রেস কর্মী রকি রায়ের মনোমালিন্যে চলছিল। রাহুলের পরিবারের অভিযোগ, শনিবার রাতে রাহুল বেনাচিতির নতুন পল্লীতে একটি বিয়ে বাড়িতে থাকাকালীন খবর পায় যে তাঁর ক্লাবের সদস্যদের রকি মারধর করছে। অনুষ্ঠান বাড়ি থেকে রাহুল বার বার রকিকে ক্লাবের ছেলেদের মারধর করতে নিষেধ করে বলে জানা গেছে। এরপর অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে রাত ১২ টা নাগাদ রাহুল আকবরে রোডের বাড়িতে এসে রকিকে তলব করলে দুই জনের মধ্যে প্রথমে বচসা হয়। এরপরে হঠাৎই রকি সকলের সামনে রাহুলকে গুলি চালিয়ে দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপরে রক্তাক্ত রাহুলকে উদ্ধার করে হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর রাহুলের দাদা রাকেশ সিং সহ গোটা এলাকার মানুষ রকিকে গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।