কেউ গুটিপোকা থেকে রেশম বের করে সুতো তৈরির ফাইন টাচ দিচ্ছেন মেশিনে, আবার কেউ কেউ পাটের দড়ি মেশিনে দিয়ে চট তৈরি করছেন, সাবান থেকে ইন্ডাস্ট্রিয়াল ডাস্টার, গ্লাভস্ সবই তৈরী হচ্ছে মহিলাদের আন্তরিক প্রচেষ্টায়। দুর্গাপুর ইস্পাত নগরীর স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি’র ‘শিল্পাঙ্গন’ এখন যুবক-যুবতীদের হাতে কলমে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষাদান করে কর্মসংস্থান ও জীবিকা উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে।
গুটিপোকা থেকে রেশম সংগ্রহ করে তা বাজারজাত করা থেকে পাটের দড়ি দিয়ে চট তৈরি, ইন্ডাস্ট্রিয়াল সাবান ও ডাস্টার তৈরি করে তা ডিএসপিকে সরবরাহ করে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে দুর্গাপুরের স্বামী বিবেকান্দ বাণী প্রচার সমিতি। দুর্গাপুরের আকন্দা গ্রামেও স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির শিল্পাঙ্গনের মত আরও একটি ইউনিটে একইভাবে মহিলারা শ্রমদান করে জীবন জীবিকার নতুন পথ দেখাচ্ছেন সমাজকে। জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রজেক্টের আর্থিক অনুদানে চলছে শিল্পাঙ্গন। তাছাড়া শিল্পাঙ্গনের মহিলাদের হাতের তৈরি সমস্ত দ্রব্যই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কিনে নিয়ে একদিকে শিল্পাঙ্গনের পাশে থেকে ও অন্যদিকে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর হওয়ায় সুযোগ করে দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে ১৯৮৪ সালে দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক রোডে ছোট্ট একটা কোয়ার্টার ও ৭জন শিক্ষার্থী নিয়ে সমাজ সেবার উদ্দেশ্যে পথ চলা শুরু হয় স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির। পরবর্তী সময়ে ইস্পাত নগরীর অন্যতম বড় সমাজসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয় এই সংস্থা। ১৯৮৬ সালে বেলুড় মঠের অনুমোদন পায়। তারপর হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা দান, সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সম্পুর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও কারিগরি প্রশিক্ষণ দান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ শুরু করে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি।
বর্তমানে শিল্পাঙ্গন নতুন প্রজন্মের যুবক-যুবতীদের যুগের সঙ্গে পাল্লা দিতে এবং কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার সফটওয়্যার ও প্রোগ্রামিং, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, মোবাইল রিপেয়ারিং, এসি ও রেফ্রিজারেশন টেকনোলজি, ইলেকট্রিক টেকনিশিয়ান, ওয়েলডিং টেকনোলজি, মোটর ড্রাইভিং, ফিজিওথেরাপি, প্যাথলজি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ইসিজি টেকনিশিয়ান ও মহিলাদের বিউটিশিয়ান, এমব্রয়ডারি ও গারমেন্ট ডিজাইনিং অ্যান্ড ড্রেস মেকিং সহ বিভিন্ন স্বল্প সময়ের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নামমাত্র মূল্যে। শিল্পাঙ্গনের অধ্যক্ষ সনাতন প্রামানিক বর্ধমান ডট কমকে বলেন, ‘স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজসেবা করাই যার প্রধান উদ্দেশ্য। সমাজের অন্যান্য সেবামূলক কাজের সঙ্গে শিক্ষাদানের লক্ষ্যে নামমাত্র মূল্যে শিল্পাঙ্গনে স্বল্প সময়ের কারিগরি প্রশিক্ষণ নিয়ে প্রচুর ছেলেমেয়ে আজ সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ আশ্রমিক পরিবেশে কারিগরি শিক্ষাদানের এই ধরণের উদ্যোগ দক্ষিণবঙ্গে এটাই প্রথম বলে দাবি সনাতন বাবুর। শিল্পাঙ্গনে কর্মরত মহিলারাও আশ্রমিক পরিবেশে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে শিল্পাঙ্গনেই কাজের সুযোগ পেয়ে খুশির কথা জানান।