শহরের গৃহহীনদের আবাসস্থল প্রদান পরিকল্পনায় দীন দয়াল অন্ত্যোদয় যোজনায় দুর্গাপুরের গৃহহীনদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার এবং দুর্গাপুর নগর নিগম যৌথভাবে একটি আবাসস্থল নির্মাণ করল। মঙ্গলবার সগড় ভাঙ্গায় ভ্যাম্বে কলোনিতে ‘অভয়াশ্রম’ নামের এই আবাসস্থলের উদ্ধোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী। চার তলা এই অভয়াশ্রমে ৬০ টি গৃহহীন পরিবার থাকতে পারবে বলে জানা গেছে। এদিন দুর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তুরি সেনগুপ্তও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই দিনে দুর্গাপুর কোকওভেন থানায় শহরে আগতদের জন্য একটি ৪ লক্ষ টাকা ব্যয়ে প্রতিক্ষালয়েরও সূচনা করেন মেয়র অপূর্ব মুখার্জী।

Like Us On Facebook