.

দুর্গাপুরের নতুন মহকুমাশাসক হচ্ছেন শেখর কুমার চৌধুরী। শেখরবাবু একজন আইএএস অফিসার। প্রশাসন সূত্রে জানা গেছে, শেখরবাবু মালদায় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন। দুর্গাপুরের মহকুমাশাসক অর্ঘ প্রসূন কাজী ফের নবান্নে এক মন্ত্রীর আপ্তসহায়ক হিসেবে কাজে যোগদান করছেন। শেখর কুমার চৌধুরী তাঁর স্থলাভিসিক্ত হচ্ছেন।

Like Us On Facebook