দু’বছর চার মাস আগে যে শহরের প্রশাসনিক দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন মানুষটি, শুক্রবার পড়ন্ত বেলায় নবীন প্রশাসনিক প্রধানের হাতে সেই শহরের দায়িত্ব ভার তুলে দিয়ে ফের নতুন দায়িত্ব কাঁধে নিয়ে দুর্গাপুরকে বিদায় জানালেন দুর্গাপুরের বিদায়ী মহকুমাশাসক শঙ্খ সাঁতরা।
শুক্রবার দুপুরে দুর্গাপুরের নতুন মহকুমাশাসক ডঃ শ্রীকান্থ পল্লী দুর্গাপুরের মহকুমাশাসক হিসেবে বিদায়ী মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। শঙ্খবাবু ফের সোমবার থেকে কলকাতার রবীন্দ্র সদনের প্রশাসনিক কর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাই শুক্রবার বিকেলে তাঁর প্রিয় শহর দুর্গাপুর ছেড়ে তিনি কলকাতার উদ্দেশ্য রওনা দেন। শুক্রবার নতুন মহকুমাশাসকের আগমন ও বিদায়ী মহকুমাশাসকের বিদায় সংবর্ধনাকে ঘিরে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনে আবেগের এক অন্য পরিবেশ তৈরি হয়।
গত দু’বছর ধরে দুর্গাপুরে প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করলেও মানুষ শঙ্খ সাঁতরা সমস্ত প্রটোকলের উর্দ্ধে উঠে আপনগুণে দুর্গাপুরের রাজনৈতিক রঙ না দেখে সর্বস্তরের মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে অল্প সময়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বিশেষ করে দুর্গাপুরের নামো সগড়ভাঙা কুষ্ঠ কলোনিতে শীতের রাতে গিয়ে কুষ্ঠ কলোনির বাসিন্দাদের সঙ্গে তাঁদের কষ্টের কথা শোনা এবং তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা যেন দুর্গাপুরের মানুষের আশার আশ্চর্য প্রদীপ হয়ে মনে স্থান করে নেন শঙ্খ সাঁতরা। দু’বছর আগের নামো সগড়ভাঙা কুষ্ঠ কলোনি আজ নবদিগন্তে পরিণত হয়েছে শঙ্খবাবুর আন্তরিক প্রচেষ্টায়। দুর্গাপুরের মানুষের জন্য গত দুই বছর অতন্দ্র প্রহরী হয়ে যে মানুষটি চব্বিশ ঘণ্টা মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন সেই মানুষটিকে বিদায় জানাতে ফুলের তোড়া হাতে আট থেকে আশি সকলেই উপস্থিত দুর্গাপুর প্রশাসনিক ভবনে গত কয়েক দিন ধরে।