অন্যবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে রেজাল্ট জানানোর উদ্যোগ নিল বাম ছাত্র সংগঠনের কর্মীরা। দুর্গাপুরের এসএফআই কর্মীরা বুধবার সকাল থেকে দুর্গাপুর স্টেশনের বাসস্ট্যান্ডে ছাত্র-ছাত্রীদের অনলাইনে রেজাল্ট জানানোর ব্যবস্থা করে। স্থানীয় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহু পথ চলতি মানুষও এসএফআই ক্যাম্প থেকে বাড়ির ছেলে-মেয়েদের রেজাল্ট জেনে বাড়ি ফেরেন।
জানা গেছে, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার মোট পাঁচটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এসএফআই কর্মীরা এই ধরণের ক্যাম্প করে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে। তাছাড়া সম্প্রতি আসানসোলের হিংসায় মৃত মসজিদের ইমামের ছেলের আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলে এসএফআই কর্মীরা ইমামের বাড়িতে গিয়ে ইমামের সঙ্গে দেখা করে। ইমাম বাম ছাত্র সংগঠনের কর্মীদের সমাজের গরীব পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার পরামর্শ দেন বলে জানান এসএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মৈনাক চট্টোপাধ্যায়।