.

করোনা আবহের মধ্যে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বাম ছাত্র সংসদের মহিলা সভানেত্রী ঐশী ঘোষের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় এক নেটিজেনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করল দুর্গাপুরের এসএফআই সদস্যরা। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় করোনা মোকাবিলায় দুঃসময়ে দুস্থ মানুষদের পাশে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের কর্মীরা কেন নেই এই প্রশ্ন তুলে বাগবিতণ্ডার মধ্যে এক নেটিজেন ঐশী ঘোষের সম্পর্কে কু-মন্তব্য করেন। দুর্গাপুরের মেয়ে তথা বাম ছাত্র সংগঠনের কর্মীর নামে কু-মন্তব্য করায় শিল্পাঞ্চলের বাম ছাত্র সংগঠনের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এরপরেই মঙ্গলবার দুর্গাপুর থানায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মামলা দায়ের করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা।

Like Us On Facebook