দুর্গোৎসব শুরু হয় তাঁদের দুয়োরের মাটি দিয়ে। অথচ আজও তাঁরা ব্রাত্য দুর্গোৎসবের আনন্দ থেকে। বাড়ির কচিকাঁচা থেকে বড়দের সকলের মন ভারাক্রান্ত থাকে পুজোর সময়। তাই সোনাগাছির পর এবার দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লীতেও আয়োজন হচ্ছে দুর্গোৎসবের। দুর্গাপুর দুর্বার সমিতির সদস্যরা এবার প্রথমবার নিজেরা আনন্দ উৎসবে অংশ নিতে দুর্গাপুর দুর্বার সমিতির কার্যালয়ের পাশেই দুর্গা পুজোর আয়োজন করেছেন। শনিবার ভূমি পুজো দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হল।
পুজোর উদ্যোক্তারা জানান, এবার প্রথমবার দুর্গা পুজোর আয়োজন করছি আমরা। বিশাল বাজেটের বড়সড় প্যান্ডেল বা আলোকসজ্জা নয়, কেবলমাত্র নিষ্ঠার সঙ্গে সাদামাটা ভাবে আমরা দুর্গা পুজো করব। আমাদের সমিতির সদস্য ও তাঁদের পরিবারের কচিকাঁচা থেকে বড়রা সকলেই যাতে পুজোর চারদিন আনন্দ উৎসবে মাতোয়ারা হতে পারেন তার আয়োজন করছি আমরা। দুর্বার সমিতির দুর্গোৎসবের আয়োজনকে কেন্দ্র করে এখন গোটা কাদা রোড যৌনপল্লীর বাসিন্দারা খুশিতে মাতোয়ারা। জানা গেছে, কলকাতার সোনাগাছি যৌন পল্লীর দুর্গোৎসব শুরু হয় ২০১৩ সালে। কোন জাঁকজমক নয় একদম সাদামাটা ভাবেই পুজোর সূচনা হয়। কিন্তু সেই সোনাগাছিতেও এবার হচ্ছে থিম পুজো। তাই দুর্গাপুর শিল্পাঞ্চলের যৌনপল্লীর বাসিন্দারাও এবছর সাদামাটা ভাবে দুর্গাপুজোর সূচনা করলেও আগামী বছর থিম পুজোর আশায় বুক বাঁধছেন সকলেই।