২৯ এপ্রিল দুই বর্ধমান সহ বীরভূম জেলায় চতুর্থ দফার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আজ, বৃহস্পতিবার সকালে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুরে এল। নির্বাচন কমিশন চতুর্থ দফার নির্বাচনে ৯৮ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ঘোষণা করেছে।

২৯ এপ্রিল দুই বর্ধমানের আসানসোল, বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোটগ্রহণ। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী সরিয়ে এনে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ পার্শবর্তী জেলায় মোতায়েন করার উদ্দেশ্যে দূরপাল্লার ট্রেনে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন দুর্গাপুর স্টেশনে নামল। এদিন দুর্গাপুরের সিটি সেন্টার ও আমরাই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে, সঙ্গে ছিল দুর্গাপুরের পুলিশ। অন্যদিকে দুর্গাপুরের বিভিন্ন বুথে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ, তাই দুর্গাপুরের বুথে বুথে বাহিনীর জওয়ানরা বালির বস্তা দিয়ে বুথ সুরক্ষার ব্যবস্থা করতে নেমে পড়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook