লকডাউন ভেঙে মাঠে আড্ডা দেওয়ার অপরাধে দুর্গাপুর থানার পুলিশ সাত যুবককে গ্রেফতার করে আজ, শনিবার তাঁদের দুর্গাপুর আদালতে হাজির করে। জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ এই সাত যুবককে দুর্গাপুর স্টিল টাউনশিপের দয়ানন্দ মাঠে আড্ডা দেওয়ার সময় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এই সাত যুবককে গ্রেফতারের সঙ্গে সঙ্গে তিনটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের এই কড়া মনোভাবের খবর চাউর হতেই পুলিশকে সাধুবাদ জানান লকডাউনে গৃহবন্দি শিল্পাঞ্চলের মানুষ।
বিশেষজ্ঞরা বারবার বলছেন করোনা মোকাবিলায় একমাত্র উপায় হল সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে বাড়ির মধ্যে থাকা। করোনা আতঙ্কে শিল্পাঞ্চলের বেশিরভাগ মানুষই গৃহবন্দি। অথচ এখনও পর্যন্ত অনেকেরই হুঁশ নেই করোনা নিয়ে। লকডাউনের প্রথম দিকে পুলিশ কড়া মনোভাব দেখালেও মানুষের বাজার ওষুধ পত্র কেনার প্রয়োজনে এবং সামগ্রিক পরিস্থিতির চাপে কড়া মনোভাব কিছুটা শিথিল করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিল্পাঞ্চলের কিছু মানুষ অবাধে ঘোরাঘুরি এবং দেদার আড্ডা দেওয়া শুরু করে দেন। এতে শিল্পাঞ্চলের মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। লকডাউনের সময় বিনা কারণে ঘোরাঘুরি করার বিষয়ে পুলিশ যে কড়া মনোভাবের পরিচয় দিচ্ছে তাতে খুশি শিল্পাঞ্চলের মানুষ। এদিকে জানা গেছে, পুলিশ ধৃতদের দুর্গাপুর আদালতে শনিবার হাজির করলে ব্যক্তিগত বন্ডে আদালত সাত যুবকের জামিন মঞ্জুর করে।