‘কর্মসংস্থান ও বাস্তবতাঃ দিল্লি টু নবান্ন’ – এই বিষয়ের উপর দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব বুধবার থেকে বেনাচিতির আনন্দ ধারায় এক আলোচনা চক্রের আয়োজন করেছে। বুধবার প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জী সঞ্চালনার দায়িত্ব সামলান। সিপিএমের শীর্ষ অনেক নেতা ও বিশিষ্ট সাংবাদিকরাও এই আলোচনা চক্রে অংশ নেন। বৃহস্পতিবার প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্তর আলোচনা চক্রে অংশ নেওয়ার কথা। সিপিএম দলীয় কার্যালয় সুত্রে জানা গেছে, ১০ নভেম্বর সগড়ভাঙায় ডিওয়াইএফআই-এর জেলা সম্মেলন হবে। ওই সভায় সিপিএমের শীর্ষ নেতা মহম্মদ সেলিম উপস্থিত থাকবেন। সুত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুফল মেলার আশায় সিপিএম নেতৃত্ব দলকে চাঙ্গা করতে পদযাত্রা থেকে আলোচনা চক্র থেকে ছাত্র-যুব সম্মেলন সহ একের পর এক দলীয় কর্মসূচির আয়োজন করে চলছে।

Like Us On Facebook