দুর্গাপুর ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সেমিনার অনুষ্ঠিত হল দুর্গাপুরের সিটি রেসিডেন্সিতে। এই সেমিনারে বক্তব্য রাখেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, পশ্চিম বর্ধমান জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ হালদার, আসানসোলের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ জানা, দুর্গাপুরের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক স্বস্তিকা ব্যানার্জী সহ বিশিষ্টরা। সকল বক্তারা ডায়াগনস্টিক সেন্টার গুলির গুরুত্ব তুলে ধরেন সঙ্গে সঙ্গে সরকারি চিকিৎসালয় ও মহাকুমা হাসপাতালগুলির সঙ্গে রোগীদের চিকিৎসার স্বার্থে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানান বিশিষ্ট চিকিৎসকরা। চিকিৎসকরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন সময়ের সঙ্গে সঙ্গে সরকারি নিয়মের মধ্যে চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে হবে ডায়াগনস্টিক সেন্টার গুলিকে। প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলিকে প্রয়োজনীয় গাইডলাইন ও পরামর্শও দেবে।

Like Us On Facebook