ফাইল চিত্র

দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তির উদ্যোগে দুর্গাপুর পুরসভা পরিচালিত দ্বিতীয় বছরের দুর্গাপুর বইমেলার প্রস্তুতি শুরু হল। তবে এবার সিটি সেন্টারের সিধো কানহো ইন্ডোর স্টেডিয়ামে নয়, বইমেলার আসর বসছে গান্ধী মোড় ময়দানে। গত বছর সিধো কানহো ইন্ডোর স্টেডিয়ামে প্রথম দুর্গাপুর বইমেলা আয়োজিত হয়। প্রথম বছরের মেলায় বইপ্রেমীদের উৎসাহ ও দর্শকদের বিপুল চাহিদা দেখে বইমেলার উদ্যোক্তারা দুর্গাপুর বইমেলাকে এবার বৃহৎ পরিসরে রূপ দিতে দুর্গাপুরের গান্ধী মোড় মেলা ময়দানে বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এবার দুর্গাপুর বই মেলার আসর বসবে ১৮ জানুয়ারি। মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

দুর্গাপুর বইমেলায় এবার বিশিষ্ট সাহিত্যিক সদ্য প্রয়াত নবনীতা দেবসেনের নামে মূল মঞ্চের নামকরণ করা হবে বলে জানা গেছে। গতবছর স্বল্প পরিসরে মেলা হলেও ৫০ টি স্টল থেকে বই বিক্রি হয়েছিল প্রায় ৩৯ লক্ষ টাকার বলে দাবি বইমেলার উদ্যোক্তাদের। এবার গান্ধী মোড় ময়দানে ৭০ টি স্টল থাকবে বলে জানা গেছে। এবারের মেলায় বিক্রি ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা উদ্যোক্তাদের। দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী বলেন, ‘দুর্গাপুর পুরসভা পরিচালিত প্রথম দুর্গাপুর বইমেলার সাফল্য দেখে দ্বিতীয় বছরের দুর্গাপুর বইমেলা গান্ধী মোড় মেলা ময়দানে করা হচ্ছে। মেলায় বিভিন্ন সান্ধ্য অনুষ্ঠান থাকবে বইপ্রেমী ও দর্শকদের মনোরঞ্জনের জন্য। একটা সময় দুর্গাপুরের বইপ্রেমীদের ভালো বইয়ের জন্য হাপিত্যেশ করতে হত। দুর্গাপুর বইমেলা বইপ্রেমীদের সেই চাহিদা পূরণ করছে। এবারের মেলায় আমরা দুর্গাপুর পুরসভা এলাকার ২০০ টির বেশি স্কুলকে সামিল করার চেষ্টা করছি। প্রথমবারের মতো এবারও বইমেলাকে ঘিরে দুর্গাপুরের মানুষের উৎসাহ ও উদ্দীপনা দেখবো বলে আশা করছি।’

ফাইল চিত্র
Like Us On Facebook